Home First post সুরক্ষা দিবস উদযাপন ব্যাম্বু পার্কে

সুরক্ষা দিবস উদযাপন ব্যাম্বু পার্কে

by sokalsandhya
0 comments

আগরতলা : সারা দেশের সঙ্গে রাজ্যেও ৫৩-তম জাতীয় সুরক্ষা দিবস ও জাতীয় সুরক্ষা সপ্তাহ উদযাপন করা হয়।ফ্যাক্টরীজ এন্ড বয়লার্স অর্গানাইজেশণের উদ্যোগে হয় সচেতনতা মূলক কর্মসূচী আর কে নগরে। কল-কারখানায় কর্মরত শ্রমিকদের সুরক্ষা, স্বাস্থ্য ও পেশাগত রোগ বিষয়ে বিশদভাবে আলোচনার আয়োজন করা হয়। সেখানে আর কে নগর এলাকার ব্যাম্বু পার্ক চত্বরে এই কর্মসূচীতে স্থানীয় কয়েকটি কারখানার শ্রমিকরা অংশ নেন। ফ্যাক্টরীজ এন্ড বয়লার্স-র  চিফ ইন্সপেক্টর ইঞ্জিনিয়ার সূর্যপাল মজুমদার বলেন,শিল্পক্ষেত্রে যে কোনও ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় সুরক্ষা-ব্যবস্থা অবলম্বন আবশ্যিক। কল-কারখানায় দুর্ঘটনার ফলে ব্যক্তি-জীবনে, পরিবার ও সংশ্লিষ্ট শিল্পক্ষেত্রে যেমন ক্ষতি হয়, তেমনি ক্ষতিগ্রস্ত হয় জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি। উৎপাদন প্রক্রিয়ায় যুক্ত কল-কারখানায় শ্রমিক-মালিক সকলকেই দুর্ঘটনা সম্পর্কে সচেতন ও সর্তক থাকতে হবে এবং সুরক্ষা-বিধিও কঠোরভাবে মেনে চলতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনীয়ার সূর্যপাল মজুমদার  ছাড়াও  ফ্যাক্টরীজ এন্ড বয়লার্স এরইনভেস্টিগেটর  দিলীপ কুমার ভৌমিক সহ  অন্যরা।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles