আগরতলা : প্রতিবছর ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে শিব পূজা করে থাকেন ভক্তরা। এবছর দুইদিন পড়েছে শিব চতুর্দশী তিথি। শুক্রবার রাতে তিথি শুরু হয়ে চলে শনিবার সন্ধ্যে পর্যন্ত। প্রতিবছর বিভিন্ন মন্দিরে মন্দিরে মহিলা-পুরুষ ভিড় করেন শিবের মাথায় জল ঢালতে। রাজধানীর বিভিন্ন শিব মন্দিরের পাশাপাশি সেন্ট্রাল রোড শিববাড়িতে পূজাকে কেন্দ্র করে বসে মেলাও। শুক্রবার রাত থেকে শিব বাড়িতে ভক্তরা ভিড় করেন। দিনভর উপোষ থেকে শিবের মাথায় দল ঢালেন মহিলারা স্বামী- সন্তান সহ পরিবারের মঙ্গল কামনায়।শুক্রবার রাতের পরে শনিবার সকাল থেকেই এই দৃশ্য দেখা গেল শিব বাড়িতে। বিভিন্ন জায়গা থেকে ভক্তরা ভিড় করেন।সেখানে বসে মেলাও। বিভিন্ন জায়গা থেকে দোকানীরা পসরা সাজিয়ে বসেন দোকান নিয়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ক্রেতাদের ভিড়। মন্দিরের পুরোহিত জানান ত্রিপুরা বাসীর মঙ্গল কামনা করা হয় শিবের কাছে।
মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়
128
previous post