আগরতলা : পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে সম্ভবত ভারতীয় জনতা পার্টি-তিপ্রা মথার প্রার্থী হচ্ছেন প্রদ্যোত কিশোর দেববর্মণের বোন কৃতি সিং। এখনও নাম ঘোষণা নাহলে প্রচারে নেমে পড়েছেন কৃতি সিং। তিনি প্রার্থী হলে রাজ পরিবারের এই সদস্যকে রাজ্য রাজনীতিতে বহু বছর পরে দেখা যাবে।কারণ অনেক দিন রাজ্য রাজনীতির অঙ্গনে ছিলেন না। সোমবার রাজধানীর গুর্খাবস্তী মানিক্য এনক্লেভে হয় এক বৈঠক।জনজাতি সমাজের সমাজপতিদের নিয়ে এদিন গুরুত্বপূর্ণ বৈঠক হয়। আর এই বৈঠকে উপস্থিত ছিলেন তিপ্রা মথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণ, দুই বোন প্রজ্ঞা দেববর্মণ ও কৃতি সিং। প্রদ্যোত কিশোর দেববর্মণ এই বৈঠকের সঙ্গে নির্বাচনের বিষয় যুক্ত নয় বলে জানান। তিনি দাবি করেন, কেন্দ্র- রাজ্য ও তিপ্রা মধ্যে যে চুক্তি হয়েছে তাতে কি কি বিষয় রয়েছে এসব নিয়ে সমাজপতিদের সঙ্গে আলোচনার জন্য বৈঠক।এদিকে বৈঠকে আলোচনা করেন কৃতি সিং। তিনি বলেন, নিজেদের অধিকার ছেড়ে দেওয়া হবে না। নিজেদের লোকের চেয়ে কোন পদ উঁচু নয়। আগে জনতার অধিকার। এদিকে রাজনৈতিক মহলের মতে এই বৈঠক লোকসভা নির্বাচনকে সামনে রেখে করা হয়েছে। শুধু তাই নয়, বৈঠকের মধ্য দিয়ে কৃতি সিং- কে প্রচারে নিয়ে আসা হচ্ছে।
জনজাতি সমাজের বিভিন্ন সমাজপতিদের নিয়ে বৈঠক প্রদ্যোতের
107
previous post