২৪ মার্চ ত্রিপুরা বার এসোসিয়েশনের ভোট

আগরতলা : চলতি মাসের ২৪ তারিখ ত্রিপুরা বার এসোসিয়েশনের ১৫ সদস্যক কার্যকরী কমিটির নির্বাচন। ২০২৪-২৬ অর্থবর্ষের জন্য কার্যকরী কমিটির গঠন করা হবে।প্রতিবারের মতো এবারো ব্যালটে হবে ভোট গ্রহণ। ত্রিপুরা বারে ভোটার রয়েছেন ৫০০ জন। এর মধ্যে নতুন ভোটার প্রায় ৮০ জন। ভোট শুরু হবে সকাল ৯ টা থেকে। এদিনই গণনা শেষে বিজয়ী কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হবে। শুক্রবার ত্রিপুরা বার এসোসিয়েশনে সাংবাদিক সম্মেলনে তা জানান নির্বাচনের রিটার্নিং অফিসার তথা আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। তিনি জানান, দীর্ঘদিন পরে ১৫ টি কার্যকরী পদের জন্য লড়াই হচ্ছে দ্বি-মুখি। লড়াইয়ের ময়দানে রয়েছেন ৩০ জন প্রার্থী।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে