মহিলা লিগে জয়ের মুখ দেখল চলমান সংঘ

আগরতলা : ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত মহিলা লিগে প্রথম জয়ের মুখ দেখল চলমান সংঘ। মঙ্গলবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় ইকফাই এফ সি ও চলমান সংঘ। ম্যাচে অনিতা সরকার-র জোড়া গোলে ৪-০ গোলে জয়ী হয় চলমান। অনিতার পাশাপাশি পুনমদিতা দেবনাথ ও তানিয়া দাসও একটি করে গোল করেন। ম্যাচে চলমান সংঘের হয়ে জোড়া গোল করে খেলার ৩২ ও ৪২ মিনিটে অনিতা সরকার। এছাড়াও দলের হয়ে বাকি দু’টি গোল করে খেলার ৩৬ মিনিটে পুনমদিতা দেবনাথ ও ৪৪ মিনিটে তানিয়া দাস। এদিনের ম্যাচে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় চলমান সংঘ ফুটবলার অনিতা সরকার।

Related posts

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

Technology can revolutionize Journalism: CM

প্রযুক্তিকে ব্যবহার করে সাংবাদিকতায় বিরাট পরিবর্তন আনা সম্ভব: মুখ্যমন্ত্রী