আগরতলা : দুই পুলিস কর্মীর পরকীয়া ঘিরে চাঞ্চল্য। জানা গেছে রাজধানীর রামনগরের বাসিন্দা দিলিপ সরকার পুলিসের ক্রাইম ব্রাঞ্চে কর্মরত।অভিযোগ ৬ ৭ বছর ধরে পুলিস সদর কার্যালয়ে কর্মরত এক বিধবা মহিলার সঙ্গে অবৈধ প্রেমে জড়িয়ে পড়েন তিনি। এনিয়ে দিলিপ বাবুর সংসারে অশান্তি লেগে রয়েছে। অভিযোগ নিজের স্ত্রীর উপর মানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছেন এই ঘটনাকে কেন্দ্র করে। জানা গেছে জয়নগর এলাকায় সহকর্মীর ভাড়া বাড়িতে হামেশাই যান তিনি। সোমবার সন্ধ্যায়ও দিলিপ বাবু সেখানে যাওয়ার পরেই উনার স্ত্রী সেই বাড়িতে গিয়ে দুইজনকে হাতেনাতে ধরে ফেলেন।এলাকাবাসীর সহায়তায় দুইজনকে ঘর থেকে বের করে পশ্চিম মহিলা থানার হাতে তুলে দেন। পড়ে তাদের বিরুদ্ধে দিলিপ সরকারের স্ত্রী থানায় মামলা করেন। তিনি অভিযোগ করেন এদিনই উনার স্বামী ও বিধবা মহিলা মিলে মারধর করেছে। মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছেন এই মহিলা।
স্বামীর পরকীয়া ধরে পুলিসে দিলেন স্ত্রী
268
previous post