আগরতলা : আধুনিকতার ছোঁয়ায় মোম সহ বিভিন্ন জিনিস বাজারে চলে আসায় কদর কিছুটা কমেছে আলোর উৎসব দীপাবলিতে মাটির প্রদীপের। তবে চাহিদা কিছুটা কমলেও মাটির প্রদীপ তৈরির সমস্ত সরঞ্জাম কিনে আনতে হয়। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সামগ্রী দামও। দুই জাতাক্লের পড়ে মৃৎশিল্পীরা তেমন লাভের মুখ দেখছেন না বলে জানান এক শিল্পী। আলোর উৎসব দীপাবলিতে প্রতি বছর মাটির প্রদীপের চাহিদা থাকে। মানুষের বাড়ি ঘর, মন্দিরে মন্দিরে মাটির প্রদীপে আলো জ্বালানো হয়। কিন্তু বর্তমান সময়ে টুনি বাল্ব সহ বিভিন্ন জিনিস বাজারে চলে এসেছে। এতে কিছুটা মাটির প্রদীপের চাহিদা কমলেও একেবারে কমে যায়নি। ঐতিহ্য মেনে অনেকেই এদিনে মাটির প্রদীপ ব্যবহার করেন। বহু যুগ ধরে চলে আসছে এই পরম্পরা। এবছরও এর ব্যতিক্রম হবে না হয়তো। তবে চাহিদা থাকলে লাভের মুখ দেখছেন না যারা দিনরাত এক ক্রেমাতির প্রদীপ তৈরি করছেন সেই মৃৎ শিল্পীরা। তারা জানান, পাইকারি বিক্রি করে কোন প্রদিপে মাত্র ৩০ পয়সা লাভ থাকে। ফলে পরিশ্রম অনুযায়ী লাভ হয় না।
মাটির প্রদীপের কদর কমে যায়নি
235