আগরতলা : ত্রিপুরা থেকে বিহারে ফের গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে গেল জি আর পি ও আর পি এফের তৎপরতায়। জি আর পির জালে বিহারের বাবলু কুমার ও সুধাংশু কুমার নামে দুই যুবক। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১ লাখ ৯৫ হাজার টাকার শুকনো গাঁজা। আগরতলা রেল পুলিসের ওসি তাপস দাস জানান তাদের কাছে গোপন খবর আসে দুই যুবক ব্যাগে করে অবৈধ কিছু নিয়ে আসছে আগরতলা রেলস্টেশনে। এই খবরের ভিত্তিতে জি আর পি ও আর পি এফ স্টেশনের বিভিন্ন প্রবেশ পথে নজরদারি চালায়। তখনই দুই যুবককে দেখে তাদের সন্দেহ হওয়ায় আটক করে। পরে তাদের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ৩৯ কেজি গাঁজা। জানা গেছে দুইজনের বাড়ি বিহারে। ধারণা তারা ট্রেনে করে বিহারে গাঁজা গুলি নিয়ে যাওয়ার জন্যই রেল স্টেশনে এসেছিল। পুলিস তাদের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা নিয়েছে।
আগরতলা রেলস্টেশনে গাঁজা সহ আটক বিহারের দুই যুবক
180
previous post