188
আগরতলা : যান দুর্ঘটনা রাজ্যে আকছার ঘটে চলেছে। অকালে ঝড়ে যাচ্ছে বহু প্রাণ। ফের যান সন্ত্রাসের বলি এক যুবক। মৃতের নাম সৌরভ রায়। পেশায় সবজি ব্যবসায়ী সৌরভ দিদার সঙ্গেই থাকতেন জিরানিয়া এলাকায়। সোমবার সন্ধ্যায় একটি জেসিবি সবজি ব্যবসায়ীকে ধাক্কা দেয় বলে অভিযোগ। এতে মাটিতে লুটিয়ে পড়েন সৌরভ। সঙ্গে সঙ্গে তাঁকে জিরানিয়া স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।জিবিতে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সবজি ব্যবসায়ী সৌরভ। খবর পেয়ে জিবিতে ছুটে আসেন তার এক আত্মীয়। ক্রমাগত যান দুর্ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন সচেতন মহল।