টি সি এ-র ঝামেলা থামছেই না

আগরতলা : ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনে জট- জটিলতা কোনটিই কাটেনি। ঝামেলা লেগেই রয়েছে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনে। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা। তারা জানান, নিয়ম মেনে এক- দুই মাস পর নতুন ভজাবে কমিটি গঠন করা হবে। ততদিন বর্তমান কমিটি বহাল থাকলেও কার্যকারিতা থাকবে না। তাদের অভিযোগ, বিশেষ জেনারেল বডির ছিল বৃহস্পতিবার । অভিযোগ মিটিং যাতে টি সি এ- কার্যালয়ে না হয় তার জন্য আগাম তালা ঝুলিয়ে দেওয়া হয় টি সি এর মূল গেটে। বর্তমান পরিচালন কমিটি নিজেদের দুর্বলতা ঢাকতে এই অপকৌশল নিয়ে টি সি এ-র গরিমাকে নষ্ট করছে । জেনারেল বডির ৩৩ জন সদস্যের মধ্যে ২৬ জন তাদের সঙ্গে রয়েছে বলে দাবী করেন।দুই পক্ষে অভিযোগ- পাল্টা অভিযোগ অব্যাহত। বর্তমান পরিচালন কমিটির সঙ্গে বিভিন্ন ক্লাবের কর্মকর্তাদের ঝামেলা এখনো অব্যাহত। তাদের বক্তব্য আইন বহিঃরভূত ভাবে টি সি এ-র কাজকর্ম পরিচালিত হচ্ছে। ঘটছে একাধিক দুর্নীতির ঘটনা ।

Related posts

বৃহস্পতিবার থেকে শুরু হল রাজ্য ভিওিক স্কুল হকি ও টেবিল টেনিস প্রতিযোগিতা

আগরতলায় কর্পোরেট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট, ২৩-২৪ আগস্ট আমতলীতে মাঠে

প্রথম ডিভিশন ফুটবলে লাল বাহাদুর ব্যয়ামাগারকে হারিয়ে এগিয়ে চলো সংঘের জয়