আগরতলা : পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন থেকে এস ইউ সি আই-র হয়ে লড়াই করছেন অরুন কুমার ভৌমিক। সাংগঠনিক যতটুকু শক্তি আছে তার উপর দাঁড়িয়ে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। বিভিন্ন ভাবে ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। শনিবার কয়েকজন কর্মী নিয়ে বাড়ি বাড়ি প্রচারে বের হন এস ইউ সি আই-র পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী অরুন কুমার ভৌমিক। প্রচারের ফাঁকে তিনি জানান, কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট ও বিজেপির এন ডি এ জোট- উভয়েই দেশের ধনিক শ্রেণীর জোট। তারা নির্বাচনের সময়ে যেসব প্রতিশ্রুতি দিয়েছে এখন তা বাস্তবে রূপায়িত হয়নি। কাজ বিহীন কেউ থাকার কথা ছিল না। সবাই শিক্ষার সুযোগ পাওয়ার কথা ছিল। দুর্নীতি বন্ধ হওয়ার কথা ছিল। কিন্তু কিছু হয়নি এতো বছরে। উল্টো দুর্নীতি বেড়েছে। কারণ এই দল গুলি পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করেছে বলে অভিযোগ এস ইউ সি আই প্রার্থীর। তিনি বলেন, গরীব মানুষকে বাঁচতে হলে প্রয়োজন ঐক্যবদ্ধ গণআন্দোলন।
নির্বাচনের প্রচারে এস ইউ সি আই প্রার্থী
315
previous post