আগরতলা : প্রধান ইস্যু হচ্ছে উন্নয়ন। একে সামনে রেখেই মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন রামনগর উপ-নির্বাচনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদার। তিনি বলেন মানুষের মধ্যে ব্যাপক সাড়া। মানুষ সাদরে গ্রহণ করছেন বিজেপির রামনগরের উপভোটের প্রার্থীকে। রামনগর মানুষ কাজ করার সুযোগ দেবেন বলে আশাব্যক্ত করেন তিনি।দলমত নির্বিশেষে সকলের কাছে ভোট চাইছেন দীপক মজুমদার।প্রতিদিনই আগরতলা পুর নিগমের মেয়র তথা প্রার্থী দীপক মজুমদার গণদেবতাদের কাছে যাচ্ছেন। সকাল থেকে বাড়ি বাড়ি প্রচারে বের হচ্ছেন তিনি। ভোটারদের কাছে ভোট ভিক্ষা চাইছেন। শনিবার সকালেও তিনি বিভিন্ন এলাকায় প্রচারে বের হন বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে। প্রার্থীর সঙ্গে প্রচুর কর্মী- সমর্থক অংশ নেন। বিজেপি প্রার্থীর প্রচারে দারুণ সাড়া পড়ে সংশ্লিষ্ট এলাকায়।
বিজেপি প্রার্থীর প্রচারে রামনগরে দারুণ সাড়া
বিজেপি প্রার্থীর প্রচারে রামনগরে দারুণ সাড়া
149
previous post