আগরতলা : সম্প্রতি ভারতের নির্বাচন কমিশন আয়োজিত একটি সর্বভারতীয় সভায় ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচন সম্পূর্ণ হিংসা মুক্ত ভাবে আয়োজন করার জন্য রাজ্যের প্রশংসা করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন গত বিধানসভা নির্বাচনের ধারা বজায় রেখে আসন্ন লোকসভা নির্বাচন হিংসা মুক্ত হবে।নির্বাচনী সহিংসতা ছাড়া ভোটগ্রহণ এই কর্মসূচির সূচনা করে বলেন মুখ্য সচিব। সোমবার রাজধানীর এডিনগর গ্রাম স্বরাজ ভবনে মুখ্য সচিব জে কে সিনহার হাত ধরে এই কর্মসূচির উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, মুখ্য নির্বাচন আধিকারিক পুণিত আগরওয়াল ,স্বরাষ্ট্র সচিব ডক্টর পি কে চক্রবর্তী, স্টেট পুলিশ নোডাল অফিসার জি এস রাও, আই জি বি এস এফ, আই জি সি এ পি এফ সহ অন্যান্য আধিকারিকরা। এদিনের কর্মসূচিতে ৮ জেলার জেলা নির্বাচন আধিকারিক, পুলিশ সুপার, মহকুমা শাসক ,মহকুমা পুলিস আধিকারিকরা অংশগ্রহণ করেন।
আসন্ন লোকসভা নির্বাচন হিংসা মুক্ত হবে- আশা মুখ্য সচিবের
167
previous post