209
আগরতলা : বিশাল ব্যবধানে ম্যাচে জয়ী হয়ে মহিলা লিগের সুপারে জায়গা করে নিল ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাব। সোমবার ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত সিনিয়র মহিলা লিগ ফুটবল প্রতিযোগিতায় সুপার চারে চতুর্থ দল হিসেবে জায়গা করে নিতে লড়াইয়ে নামে ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাব ও ইকফাই এফ সি। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সেই ম্যাচে ইকফাই এফ সি-কে ১৭-০ গোলের ব্যবধানে পরাজিত করে ফুলো ঝানু অ্যাথলেটিক্স ক্লাব৷ ম্যাচে ফুলো ঝানুর হয়ে জোড়া হ্যাট্রিক সহ ৭ টি গোল করে দীপালি হালাম। পাশাপাশি সুপ্রিয়া করে ৫ টি গোল। সুপার চারে যে তিনটি দল এর আগে জায়গা নিশ্চিত করে নিয়েছে সেই দল গুলো হলো এিপুরা স্পোর্টস স্কুল, জষ্পুইজলা প্লে সেন্টার ও কিল্লা মর্নিং ক্লাব।