আগরতলা : বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে গাছ বছরে একবার লাগানো হলে হলেও একে বাঁচিয়ে রাখার কোন পরিকল্পনা ছিল না। ৫ যুব সরকারি কর্মসূচী হিসেবে লাগাতে হবে সেই কারণে অনুষ্ঠান করা হয়েছে। সোমবার রাজধানীর ভগত সিং যুব আবাসে এক কর্মশালায় একথা বললেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়।ভলান্টারি হেলথ এসোসিয়েশন অব ত্রিপুরা ও জাতীয় স্বাস্থ্য মিশনের তরফে এদিন কর্মশালার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, পশ্চিম জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরি দুলাল আচার্য, রায়।ভলান্টারি হেলথ এসোসিয়েশন অব ত্রিপুরার কর্ণধার সহ অন্যান্যরা।অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রতিরোধের উপর কর্মশালা হয়। মন্ত্রী এদিন চিকিৎসকের পরামর্শ নিয়ে যে কোন রোগ হলে ওষুধ নেওয়া প্রয়োজন। পাশাপাশি মন্ত্রীর আলোচনায় উঠে আসে বৃক্ষরোপণের বিষয়ও। তিনি বলেন, বিভিন্ন সংস্থা অনেক হোমে ছেলে- মেয়েদের খাওয়া- লেখপড়া চালাচ্ছে। কিন্তু সেই ছেলে- মেয়েদের সঠিক অর্থে প্রতিষ্ঠিত হয়েছে স্বাবল্মবি করা গেল সেগুলিও মূল্যায়ন করতে হবে।