হো চি মিনকে স্মরণ সিপিএম-র

আগরতলা : স্বাধীনতার ৪৯ বছর বয়সে ভিয়েতনাম শিক্ষা- অর্থনীতি-স্বাস্থ্যসহ সমস্ত দিক দিয়ে এগিয়ে গেছে।ধান উৎপাদনে অন্যতম দেশ গোটা ভিয়েতনামে করোনা মহামারির সময়ে ৫০০ লোকও মারা যায়নি।ভিয়েতনাম বিপ্লবের জনক হো চি মিনের জন্মদিনে একথা বললেন বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।প্রতিবছর সিপিএম এর তরফে সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও ভিয়েতনামের জাতীয় মুক্তি সংগ্রাম এবং বিপ্লবের মহান নেতা হো চি মিনের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। এবছর তাঁর ১৩৫ জন্মদিনেও ব্যতিক্রম ঘটেনি।রবিবার সকালে সিপিএম রাজ্য দপ্তরে হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, ছাত্র নেতা সুলেমান আলি সহ অন্যরা।উপস্থিত সকলে হো চি মিনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী