আগরতলা : কালিমালিপ্ত করার জন্য সামাজিক মাধ্যমে অপপ্রয়াস চালানো হচ্ছে ত্রিপুরা রাজ্য গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলীর নামে।এর প্রতিবাদ জানান সংগঠনের নেতৃত্ব। মঙ্গলবার সদর সভাপতি নন্দলাল গোস্বামী মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা রাজ্য গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলীর তরফে সাংবাদিক সম্মেলন করা হয়। সংগঠনের তরফে বলা হয়, ২০২২ সালের আগস্ট মাসে উদয়পুরে সংগঠনের তিন জেলা ভিত্তিক ধর্মসভা হয়। সেই সভায় বৈষ্ণবরা মারধর নিজেদের মধ্যে করেছে বলে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হয়। এক সাংবাদিক সম্মেলন করে তাদের সংগঠনকে কালিমা লিপ্ত করার অপপ্রয়াসের অভিযোগ তুলেন। তিনি বলেন, ২১ জুন উদয়পুরের জানিক ব্যক্তি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন এই অপপ্রচার। এদিন সাংবাদিক সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় কমিটির মুখ্য সচিব সনাতন দাস গোস্বামী বলেন, সংগঠনকে কালিমালিপ্ত করার জন্যই এই অপ প্রয়াস নিয়েছে যাদের সংগঠন থেকে বের করে দেওয়া হয়েছে তারা। এর প্রতিবাদ জানান তিনি। মহাপ্রভু শ্রীচৈতন্যের ভাবাদর্শকে সামনে রেখে সুদীর্ঘ পচিশ বছর ধরে যে কার্যসূচী ত্রিপুরা গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলী নিষ্ঠার সহিত পালন করে চলছে তা কালিমালিপ্ত করতে কতিপয় ব্যক্তি অপপ্রয়াস চালিয়েছে। ধর্মীয় জগতে এহেন হেয় প্রতিপন্ন করার অপপ্রয়াসকে তীব্র নিন্দা ও ধিক্কার জানায়।
সংগঠনের নামে অপপ্রয়াসের নিন্দা
121
previous post