আগরতলা : ভারতীয় স্টেট ব্যাঙ্কে রাজ্যে বিভিন্ন জায়গায় সাফাই কর্মী রয়েছেন। তারা একটি সংস্থার অধীনে ব্যাঙ্কে সাফাইয়ের কাজ করে আসছেন। অভিযোগ ৫ বছর ধরে এই সাফাই কর্মীদের অর্থ ঘোটালা হচ্ছে ই পি এফের মাধ্যমে। এই দুর্নীতির বিষয়টি ই পি এফ ও রাজ্য সরকারের আধিকারিকদের অবগত করা হয়েছে। মঙ্গলবার সমস্যার সুরাহা চেয়ে ডেপুটেশন দিতে গিয়ে এই কথা জানান অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ-র কর্মকর্তারা।তাদের অভিযোগ সংশ্লিষ্ট আধিকারিকদের গোছরে দুর্নীতির বিষয়টি নেওয়ার পরেও কোন সুরাহা আজ পর্যন্ত হয়নি অভিযোগ লাখ লাখ টাকার ঘোটালা চলছে। তাই প্রতিকার চেয়ে এদিন ই পি এফ কমিশনারের দ্বারস্থ হন তারা। নেতৃত্বে ছিলেন সংগঠনের রাষ্ট্রীয় সচিব তনুজ সাহা সহ অন্যরা।এখন দেখার কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয়।
আর্থিক ঘোটালা নিয়ে সরব সাফাই কর্মচারী সংগঠন
240
previous post