আগরতলা : ত্রিপুরা বিধানসভা নির্বাচন চলাকালীন ক্রীড়া পর্ষদ ও ক্রীড়া দপ্তরকে না জানিয়ে বেআইনি ভাবে ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ। এই এসোসিয়েশনের সম্পাদক হলেন সঞ্জিব সাহা। আরও অভিযোগ ব্যাডমিন্টন খেলা থেকে খেলোয়াড়দের বঞ্চিত করা হচ্ছে। এসবের প্রতিবাদ জানিয়ে সংগঠনের সম্পাদক সঞ্জীব সাহাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে রাজধানীতে উনার বাড়ি ও হোটেলের সামনে বিক্ষোভ প্লেয়ারস ফোরামের। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান বিশাল নিরাপত্তা বাহিনী।আন্দোলনকারীদের অভিযোগ যোগ্য খেলোয়াড়দের বাদ দিয়ে অর্থের বিনিময়ে অন্য খেলোয়াড়দের প্রতিযোগিতায় পাঠানো হচ্ছে। এর প্রতিবাদেই নাকি আন্দোলন। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন ব্যাডমিন্টন এসোসিয়েশন অফ ইন্ডিয়ার অনুমোদিত রাজ্যের ব্যাডমিন্টন সংস্থাকে অবৈধ ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়েছিল। যার নেতৃত্বে রয়েছেন জিষ্ণু দেববর্মা ও রতন সাহা।তাদের তৈরি সংগঠন জাতীয় স্তরে প্রতিযোগিতায় রাজ্যের দল পাঠালে ব্যাডমিন্টন এসোসিয়েশন অফ ইন্ডিয়া তাদেরকে অবৈধ ঘোষণা করে পাশাপাশি দিল্লির পাটিয়ালা কোর্টে একটি মামলা করে তাদের বিরুদ্ধে। অভিযোগ তারই প্রতিবাদে অবৈধ কমিটির পক্ষ নিয়ে শনিবার রাজ্যের ব্যাডমিন্টন এসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব সাহার পদত্যাগের দাবিতে উনার হোটেলের সামনে প্লেয়ারস ওয়েলফেয়ার এসোসিয়েশন বিক্ষোভ প্রদর্শন করে। পাশাপাশি তারা দাবি করা হয় সঞ্জীব সাহা সহ কমিটির সকল সদস্যদের অবিলম্বে পদত্যাগের।
ত্রিপুরা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সম্পাদকের বাড়ি- হোটেলের সামনে প্লেয়ারস ফোরামের বিক্ষোভ
159
previous post