আগরতলা : বিজেপির সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের নিয়ে বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের মন্তব্যের নিন্দা জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। রবিবার খোয়াই সফরে যান দলীয় কাজে প্রদেশ কংগ্রেস সভাপতি। সেখানে গিয়ে মন্ত্রী রতন লাল নাথের মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে যান।সংবাদ সংগ্রহ করে তারা সম্প্রচার করেন। আশিস বাবু বলেন দাম্ভিক-অহংকারী মন্ত্রী রতন লাল নাথ। প্রদেশ কংগ্রেস সভাপতি মন্তব্য করেন বিজেপি ভারতের গণতন্ত্র মানে না। গণতন্ত্রের স্তম্ভ গুলিকে বিজেপি পদদলিত-কুক্ষিগত করে দেশকে শাসন করতে চায়। তিনি বলেন, নরেন্দ্র মোদী থেকে শুরু করে এই রাজ্যের চুনোপুঁটি নেতা পর্যন্ত মানুষের অধিকার, গণতান্ত্রিক স্তম্ভ গুলির নিরপেক্ষ ভূমিকা ,দায়িত্ব কর্তব্য নিয়ে সবসময় অবহেলা করে চলেছে।উল্লেখ্য, শনিবার আগরতলায় ত্রিপুরা প্রদেশ বিজেপির তরফে বিক্ষোভ মিছিল করা হয় বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে। সেই মিছিলের সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের নিয়ে কটূক্তি করেন মন্ত্রী রতন লাল নাথ।
মন্ত্রী রতন লাল নাথের মন্তব্যের সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি
180
previous post