219
আগরতলা : অবশেষে স্বস্তি। রেমালের জেরে শনিবার বিকেলে একপশলা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলল রাজধানী বাসীর। তবে গরমের থেকে একেবারে নিস্তার মিলেনি। কয়েক দিন ধরে তীব্র দাবদাহে আমজনতার প্রাণ ওষ্ঠাগত। অস্বস্তিকর গরমে ঘর থেকে বের হওয়া দ্বায় হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় ঘূর্ণিঝড় রেমালের হাত ধরে রাজ্যে বৃষ্টি। শনিবার বিকেলে আচমকা আকাশ মেঘলা করে নেমে আসে বৃষ্টি।কিছুটা মিলে স্বস্তি। আর এই স্বস্তির বৃষ্টিতে শহরের বিভিন্ন রাস্তায় জল জমে যায়। যদিও তা বেশি সময় স্থায়ী হয়নি। আগামী দুই- দিনটিও এর জেরে বজ্র সহ ভারি বৃষ্টির পূর্বাভাষ রয়েছে।