কংগ্রেসের অসংগঠিত শ্রমিক সংগঠনের বৈঠক

ত্রিপুরা আগরতলা : জুলাই মাসে সম্ভবত হতে যাচ্ছে রাজ্যের ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচন। সেই নির্বাচনের জন্য প্রস্তুত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস অসংগঠিত শ্রমিক সংগঠন।পঞ্চায়েত নির্বাচনে সংগঠনের কি ভূমিকা থাকবে তা নিয়ে আলোচনা করতে বৈঠক হয় রবিবার। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে হয় একদিনের বৈঠক। উপস্থিত ছিলেন বিধায়ক গোপাল চন্দ্র রায়, অসংগঠিত শ্রমিক সংগঠনের নেতা শান্তনু পাল সহ অন্যরা। সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় বলেন, প্রদেশ কংগ্রেস কমিটির সিদ্ধান্ত মতো কাজ করা হবে।এদিন লোকসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে গোপাল বাবু অভিযোগ করেন, বিজেপি মানি ও মাশুল ক্ষমতা দিয়ে নির্বাচন করেছে। রাজ্যের অধিকাংশ জায়গায় কারচুপির মাধ্যমে জয়ী হয়েছে বিজেপি।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের