ত্রিপুরা আগরতলা : ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত এবছরের মরশুম শুরু হচ্ছে ১৭ জুন।১৬ টি ক্লাবকে নিয়ে ১৭ জুন শুরু হবে তৃতীয় ডিভিশন ফুটবলের আসর। আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামে সরোজ সংঘ ও ইকফাই এফসি। পাশাপাশি ১৮ জুন থেকে শুরু হবে মহিলা ফুটবলের আসর। সেদিকে লক্ষ্য রেখে ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্যের রেফারিদের নিয়ে একদিনের ফিটনেস ক্যষ্পের আয়োজন করা হয়েছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে। একদিনের এই শিবিরে সারারাজ্য থেকে ৫০ জন রেফারি অংশগ্রহন করে।যার মধ্যে রয়েছে ৩ জন মহিলা রেফারি। এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত সবগুলি প্রতিযোগিতায় এবছর ত্রিপুরা রেফারিদের উপরে আস্থা রাখবেন বলে জানান ফুটবল এসোসিয়েশনের সচিব। সব ম্যাচ সুন্দরভাবে রেফারিরা পরিচালনা করতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এই শিবিরের আয়োজন করা হয়েছে ।এই দিনের এই ফিটনেস ক্যাম্পে উপস্থিত ছিলেন এিপুরা ফুটবল এসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী, যুগ্ম সচিব তপন সাহা, যুগ্ম সচিব কৃষ্ণপদ সরকার ,রেফারি এসোসিয়েশনের সচিব নারায়ন দে সহ অন্যান্যরা।
ত্রিপুরার রেফারিদের উপরই ভরসা রাখছে ত্রিপুরা ফুটবলের এসোসিয়েশন
276
previous post