ত্রিপুরা আগরতলা : প্রয়াত সিপিএম নেতা সমর আঢ্যের স্মরণ সভা হয় বুধবার। সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মানিক দের সভাপতিত্বে স্মরণ সভার কাজ শুরু হয়। মুক্তধারা অডিটোরিয়ামে হয় স্মরণ সভা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে দলের পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন সমর আঢ্যের এই অসময়ে চলে যাওয়া আমাদের বিরাট শূন্য স্থানের সৃষ্টি করেছে। তিনি বলেন শূন্য স্থানে পূরণ হবে কিন্তু অস্বীকার করা যাবে না তাঁর অবদান।ছাত্র সংগঠন করে দলকে সংগঠিত করতে সমর দুর্দান্ত কাজ করে গেছেন। কোনো দিন নির্বাচনে দাঁড়াতে চাননি শুধু কাজ করে গেছেন। হাতে সব সময় বই। যখন যা রেফারেন্স সমর দিয়েছে। মানিক বাবু বলেন, জনগণের কাছে গ্রহণ যোগ্যতা অর্জন করার মধ্য দিয়ে যারা নেতৃত্বে উন্নীত হন তারাই প্রকৃত নেতা। প্রয়াত সমর আঢ্য এমন প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেকে নেতৃত্বের স্থানে নিয়ে গেছিলেন।স্মরণসভায় সিপিএম রাজ্য সম্পাদক জিতেন বাবু বলেন আগামী দিনের সংগ্রামের পথে সমর আঢ্যের অনুপস্থিতি আমাদের ভাবাচ্ছে। এদিন স্মরণসভা শুরুতে উপস্থিত সিপিএম নেতৃত্ব প্রয়াত নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, সিপিএম নেতা মানিক দে, রমা দাস, সহ প্রয়াতের স্ত্রী, ছেলে ও পুত্রবধূ।
প্রয়াত সিপিএম নেতা সমর আঢ্যের স্মরণ সভা
173
previous post