192
আগরতলা : আগরতলা শহরের বটতলা এলাকায় যাতে ট্রাফিক ব্যবস্থা সুচারুভাবে চলে তা নিয়ে বৈঠক। রবিবার ট্রাফিক সুপারের উপস্থিতিতে বৈঠক হয় নাগেরজলা একটি বেসরকারী বিয়ে বাড়িতে। উপস্থিত ছিলেন ট্রাফিক সুপার মানিক লাল দাস, টি আর টি সির চেয়ারম্যান বলাই গোস্বামী সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্ব। এদিনের বৈঠক নাগেরজলা ও বটতলা এলাকার অটোচালকদের নিয়ে হয়। কিভাবে যান দুর্ঘটনা এড়ানো সম্ভব সেই সব বিভিন্ন বিষয় নিয়ে চালকদের সঙ্গে আলোচনা করা হয়। ট্রাফিক এস পির আলোচনায় তুলে ধরেন বিভিন্ন বিষয়। ট্রাফিক নিয়ম নীতি মেনে যাতে চালকরা যানবাহন চলাচল করেন। তা নাহলে নিয়ম লঙ্ঘন করলে জরিমানা দিতে হবে বলেও সাফ জানিয়ে রাখেন ট্রাফিক সুপার।