আগরতলা : প্রতিবছরের মতো এবারো দুর্গা পুজাকে সামনে রেখে আগরতলা পুর নিগম বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের থেকে আসা দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে পূজা দেখতে পারেন সেজন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে নিগম। বুধবার পুর নিগমের কনফারেন্স হলে হয় বৈঠক। নিগমের সমস্ত ওয়ার্ডের কর্পোরেটর- আধিকারিকদের নিয়ে হয় এই বৈঠক। এতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব।বৈঠকে নেওয়া সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে মেয়র জানান প্রতিটি ওয়ার্ডকে পূজা উপলক্ষ্যে বিভিন্ন কাজ করার জন্য অতিরিক্ত ১৬ লাখ টাকা করে দেওয়া হয়েছে। চেষ্টা থাকবে বৃহস্পতিবার থেকে কাজ শুরু করার। তিনি জানান এবছরও পূজা উদ্যোক্তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি নেওয়া হবে না। প্রতিটি ম্নদপের সামনে ডাস্টবিন দেওয়া হবে। থাকবেন পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য দুইজন করে পুর নিগমের সাফাই কর্মী।শহরের সমস্ত অলিগলিতে যাতে আলুর ব্যবস্থা করা হয় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান পুর নিগমের চেষ্টা থাকবে সার্বিক ভাবে শহরকে সুন্দর, আলো জলমলে পরিচ্ছন্ন যাতে রাখা যায়। এছাড়া পুর নিগমের যেসব কাজ চলছে সেগুলি নিয়ম মাফিক চলবে।
পুজার সময়ে শহরকে সুন্দর-আলো জলমলে রাখা-ই লক্ষ্য
215
previous post