মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করল দুর্গা চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতি

আগরতলা : রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির ফলে ১৫ হাজার কোটি টাকার উপর ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারের একার পক্ষে সম্ভব নয় বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করা। তাই মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান সকলকে এগিয়ে আসার জন্য। মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে এগিয়ে আসছে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থা। পাশাপাশি ব্যক্তিগত ভাবেও অনেকে এগিয়ে আসছে। রবিবার দুর্গা চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতি-র পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫০০০ টাকা দান করা হয়। এইদিন দুর্গা চৌমুহনী বাজারে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে বাজার কমিটির পক্ষ থেকে ১৫ হাজার টাকার চেক মেয়র দীপক মজুমদারের হাতে তুলে দেওয়া হয়।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে