আগরতলা : অর্থের বিনিময়ে ত্রিপুরার পি আর টি সি তৈরির ঘটনার সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবিতে ফের সরব এন এস ইউ আই।অভিযোগ এস এস সি জি ডি পরীক্ষার মাধ্যমে লোক নিয়োগে ত্রিপুরার নির্দিষ্ট পদে বাইরের রাজ্যের যুবকরা অংশ নিচ্ছে। এও অভিযোগ ত্রিপুরার পি আর টি সি, ভোটার কার্ড লাখ লাখ টাকার বিনিময়ে তৈরি করছে বাইরের বেকাররা। এনিয়ে মহকুমা- জেলা প্রশাসনের কাছে ডেপুটেশন এমনকি মুখ্যমন্ত্রীর গোছরেও নিয়েছে এন এস ইউ আই। পশ্চিম আগরতলা থানায় মামলা দায়েরও করেছেন সংগঠনের সভাপতি সম্রাট রায়। সেই মামলায় রবিবার এন এস ইউ আই সভাপতিকে পশ্চিম থানায় ডাকা হয়। এদিন তিনি ফের দাবি জানান, যারা ভুয়ো পি আর টি সি তৈরি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তার অভিযোগ পুলিস প্রশাসন এখনও কোন পদক্ষেপ নিচ্ছে না।
সঠিক তদন্তের দাবি সম্রাটের
197
previous post