আগরতলা : ফের চাকরি প্রত্যাশীরা আন্দোলনে। রবিবার কাঠফাটা রোদের মধ্যে অভিনব পন্থায় বিক্ষোভ দেখালেন আগরতলা শহরের সিটি সেন্টারের সামনে বেকাররা। তারা মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন জানান তাদের দ্রুত ইন্টার্ভিউ শেষ করে নিয়োগ দেওয়ার। কারণ ইতিমধ্যে এক ইন্টার্ভিউর জন্যই তাদের জীবন থেকে প্রায় তিনটি বছর চলে যাচ্ছে।২০২১ সালের আগস্ট মাসে নেওয়া হয়েছিল জে আর বি টি পরিচালিত গ্রুপ- সি ও গ্রুপ- ডি পরীক্ষা। অভিযোগ পরীক্ষার ফল প্রকাশ নিয়ে প্রথম থেকেই অনেক তালবাহানা করা হয়েছে। পরীক্ষার্থীরা ধাপে ধাপে বিভিন্ন জায়গায় ধর্না, ডেপুটেশন ,আন্দোলন সংগঠিত করার পর বিধানসভা নির্বাচনের আগে ফল প্রকাশ করা হয়। নির্বাচনের আগে গ্রুপ- সির ইন্টার্ভিউও শুরু হয় । পরে নির্বাচনের জন্য বন্ধ হয়ে যায়। ফের ইন্টার্ভিউ নেওয়া হয় ৬ জুন পর্যন্ত। তবে গ্রুপ- ডি-র ইন্টার্ভিউ দিন তারিখ এখনও ঘোষণা করা হয়নি। স্বাভাবিক ভাবেই হতাশ বেকাররা। অভিযোগ এখনও গ্রুপ- সির মেধা তালিকা প্রকাশ করা হয়নি। নিয়োগ তো দুরের কথা। এই অবস্থায় ফের আন্দোলনে চাকরি প্রত্যাশীরা। রবিবার প্ল্যাকার্ড নিয়ে রোদের মধ্যে রাজধানীর সিটি সেন্টারের সামনে বেকাররা আন্দোলনে নামেন। তারা সেখানে বিক্ষোভ দেখান।গানের সুরে আন্দোলনে শামিল হন। গ্রুপ- সির ফল প্রকাশ, গ্রুপ-ডি’র ইন্টার্ভিউর তারিখ ঘোষণার দাবি জানান। তাদের মধ্যে অনেকের বয়স ৩৫ আবার কারো ৪০ হয়ে যাচ্ছে। ফলে চাকরি পেলে কতদিন আর করতে পারবে। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর কাছে এদিন ফের তারা আবেদন জানান দ্রুত নিয়োগ করার।
গানের মাধ্যমে অভিনব আন্দোলনে চাকরি প্রত্যাশীরা
126
previous post