পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিশাল ভুমিকা রয়েছে—মেয়র

আগরতলা : পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিশাল ভুমিকা রয়েছে। নিজে বাঁচতে ও অন্যদের বাঁচাতে গাছ অত্যন্ত প্রয়োজনীয়। যা কিনা বর্তমানে অনুভব করা হচ্ছে। আগরতলা অরুন্ধতীনগর অরবিন্দ সংঘে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশ নিয়ে একথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মঙ্গলবার সংঘের ৬৯ তম প্রতিষ্ঠা দিবস, ঋষি অরবিন্দের জন্ম সার্ধশতবর্ষ এবং দেশের à§­à§­ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে এক বৃক্ষরোপন উৎসব করা হয়। অরুন্ধতী নগরস্থিত অরবিন্দ সংঘ প্রাঙ্গনে হয় কর্মসূচী। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ছাড়াও পুর নিগমের কর্পোরেটর অলক রায়, আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা সকলে এইদিন ক্লাব চত্বরে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করেন। আমরাই পারি গড়তে সবুজ পৃথিবী’এই স্লোগানকে সামনে রেখে এদিন কর্মসূচীকে ঘিরে ভালো সাড়া পড়ে। বরাবরই অরবিন্দ সংঘ বিভিন্ন সেবা মূলক কাজ করে থাকে।

Related posts

সমাপ্ত হল এনসিসি ১৩ ত্রিপুরা বাহিনীর উদ্যোগে আয়োজিত ১০ দিন ব্যাপী কম্বাইন্ড প্রশিক্ষণ শিবির

অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এস.ডি.পি.ও আমতলির নিকট ডেপুটেশান প্রদান করল ভারতীয় মজদুর মনিটরিং সেল

North Tripura to benefit from new agricultural schemes: CM