আগরতলা : সীতারাম ইয়েচুরি কমিউনিস্ট আন্দোলনের সামনে যেমন শিক্ষনীয়, পঞ্চাশ বছর যা শিখেছেন, বহুকিছু রেখে যেমন গেছেন, তেমনি অসম্পূর্ণ কাজ সমাপ্ত করার দায়িত্ব দিয়ে গেছেন সকলকে। তাঁর অনুপস্থিতি নিঃসন্দেহে আমাদের অনুভূত হবে, কিন্তু হতাশ হলে চলবে না, সময় নষ্ট করা যাবে না। এই মুহূর্তে পার্টির নিজের শক্তি বৃদ্ধিতে বাম ঐক্য সুদৃঢ় করে বাম গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির ঐক্যকে সম্প্রসারিত করার লক্ষ্যে তরুণ প্রজন্মকে লড়াইতে শামিল করতে হবে। মঙ্গলবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত সদ্য প্রয়াত সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির স্মরণসভায় এভাবেই দলের দুই পলিটব্যুরোর সদস্য প্রকাশ কারাত ও মানিক সরকার তাঁদের দীর্ঘদিনের সাথীর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন। প্রকাশ কারাত বলেন সীতারামের সাথে পাঁচ দশক ধরে হাতে হাত মিলিয়ে কাজ করেছেন, পার্টি এবং সার্বিক বাম আন্দোলনের চড়াই উৎরাই পেরিয়ে এসেছেন।একসাথে আজ তাঁর স্মরণসভায় বক্তব্য রাখা যথেষ্ট কঠিন। সিপিআই(এম) তথা ভারতের সার্বিক বাম গণতান্ত্রিক আন্দোলন ও তার অগ্ৰগতির অনুশীলনের প্রতি সীতারামের বহুমুখী প্রতিভার কথা উল্লেখ করে প্রকাশ কারাত বলেন, পার্টির মতাদর্শগত, কর্মসূচীগত ও রাজনৈতিক অবস্থানের পেছনে ছিল অমূল্য অবদান। প্রকাশ বলেন, সীতারাম ফ্যাসিবাদী হিন্দুত্ব মতাদর্শের বিরুদ্ধে তীব্র মতাদর্শগত লড়াই করেছেন তথ্য সহ গোলওয়ালকরের বক্তব্যকে নস্যাৎ করে প্রমাণ করেছেন। প্রকাশ কারাত বলেন বাবরি মসজিদ ধংসের পর সীতারাম ৭৭পাতার এক বই লিখে সমস্ত বিষয়ে আর এস এসের পর্দা ফাঁস করেছিলেন।স্মরণসভায় উপস্থিত ছিলেন স্মরণ সভায় সিপিএম পলিটব্যুরোর আরেক সদস্য মানিক সরকার, দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, অঘোর দেববর্মা, মানিক দে, রমা দাস, তপন চক্রবর্তী সহ বাম শরিক দলের নেতৃত্ব।এদিনের স্মরণসভায় শুরুতে প্রয়াত প্রাক্তন সাধারণ সম্পাদকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃত্ব।
রবীন্দ্র ভবনে সীতারাম ইয়েচুরির স্মরণসভায় উপস্থিত ছিলেন প্রকাশ কারাত
90