আগরতলা : মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথাগুলি সর্বদা সেবা এবং দেশ গঠনের চেতনার সাথে অনুরণিত হয় এবং তাঁর দৃষ্টিভঙ্গি সর্বদা সবাইকে অনুপ্রাণিত করে।
বামুটিয়া বিধানসভার অন্তর্গত কামালঘাট এলাকার ১৭ নং বুথের নাগরিকদের সাথে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’ কার্যক্রমের ১২১ তম পর্ব শ্রবণ করেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা।
এই কার্যক্রমে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর মন কি বাত এর জন্য মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। এমনকি আমিও এই কার্যক্রমে উপস্থিত থাকি। শুধু আগরতলায় নয়, রাজ্যের অন্যান্য এলাকাতেও যেতে হয়। আমরা অধীর আগ্রহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা শোনার জন্য অপেক্ষা করি। আজ প্রথমে প্রধানমন্ত্রী মোদি জম্মু ও কাশ্মীরের পহলগামে সন্ত্রাসবাদীদের নৃশংস আক্রমনে নিহত নিরীহ লোকদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষাপট নিয়েও আলোচনা করেন। আমরা দেখেছি আর্থিক অস্থিতিশীলতার কারণে সন্ত্রাসবাদ কীভাবে জম্মু ও কাশ্মীরকে আঁকড়ে ধরেছিল। কিন্তু ৩৭০ ধারা বিলোপ হওয়ার পর শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, মানুষ জম্মু ও কাশ্মীর যেতে শুরু করেছে এবং অর্থনীতি উন্নতি হয়েছে। সন্ত্রাসবাদ থেকে মুক্ত হওয়ায় মানুষ খুশি হয়েছিল এবং সরকারও গঠিত হয়েছিল। মূলত, বেকার অংশের লোকদের পাথর নিক্ষেপের কাজে লাগানো হতো। তবে জম্মু ও কাশ্মীর এখন এসব থেকে মুক্ত। সন্ত্রাসবাদীরা জনবলের অভাব থেকেই ষড়যন্ত্র রচনা করে প্রায় ২৬ জনকে নৃশংসভাবে হত্যা করেছিল। প্রধানমন্ত্রী মোদি কীভাবে মহাকাশ বিজ্ঞানের উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে সেটাও মন কি বাত এ তুলে ধরেছেন।
ডাঃ সাহা বলেছেন, ২০১৪ সালের আগে দেশ কি অবস্থায় ছিল সেটা বুঝতে হবে সকলকে। সংসদে আক্রমনের ঘটনা আমরা সবাই জানি। মুম্বাই হামলা, উত্তর পূর্বাঞ্চলে সন্ত্রাসবাদ সম্পর্কে অবগত আছেন সকলে। কিন্তু ২০১৪ সালের পর পরিস্থিতি পরিবর্তন হয়েছে। অ্যাক্ট ইস্ট পলিসির কারণে প্রধানমন্ত্রী আমাদের হিরা মডেল দিয়েছেন। এখন দেশে স্থিতিশীল পরিবেশ রয়েছে। প্রধানমন্ত্রী মোদি সর্বদা অজানা তথ্যগুলি বিষয়ে তুলে ধরেন, যা আমরা কখনই জানতাম না। আর প্রযুক্তির উন্নয়নের ফলে আমরা এখন অনেককিছু জানতে পারি। প্রধানমন্ত্রী ‘মন কি বাত’ এর মাধ্যমে জনগণের সাথে যোগসূত্র রাখার চেষ্টা করেন।
এর পাশাপাশি এদিন প্রকৃতি মায়ের প্রতি সম্মান জানিয়ে ‘এক পেড় মা কে নাম’ অভিযানের অংশ হিসেবে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা কামালঘাট স্কুলে বামুটিয়া বিধানসভা কেন্দ্রের ১৭ নং বুথের সদস্যদের নিয়ে একটি পদ্মের চারা রোপণ করেন।