আগরতলা : চুরির ঘটনায় চার চোরসহ স্বর্ণাল্বঙ্কার উদ্ধার করলো এনসিসি থানার পুলিস। সম্প্রতি রাজধানীর খেজুরবাগান এলাকার বাসিন্দা আয়েশা খাতুনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিক থানায় মামলা করে। এই মামলার কিনারা করল এনসিসি থানার পুলিশ। এনসিসি থানার ওসি জানান ১২ সেপ্টেম্বর আয়েশা খাতুনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘটনার তদন্তে নেমে এনসিসি থানার পুলিশ সন্দেহজনক মহম্মদ সহারাব ও রাহুল গোয়ালা নামে দুই জনকে গ্রেপ্তার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে তারা এই চুরির সাথে যুক্ত। তারা চুরি করা স্বর্ণালঙ্কার কোথায় বিক্রি করেছে তাও পুলিশকে জানায়। পরবর্তী সময় পুলিশ তাদের স্বীকারোক্তি মোতাবেক টিটু চক্রবর্তী ও সুব্রত চক্রবর্তী নামে আরও দুই জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া স্বর্ণালঙ্কার। ধৃতদের মধ্যে তিন জন পুলিশ রিমান্ডে ছিল। ক্রমাগত চুরির ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন সচেতন মহল।
এন সি সি থানা এলাকায় চুরির ঘটনায় আটক ৪ উদ্ধার স্বর্ণালঙ্কার
87