আপোষহীন নীতি নিয়ে নেশার বিরুদ্ধে কাজ করতে হবে—মুখ্যমন্ত্রী

আগরতলা : আপোষহীন নীতি নিয়ে নেশার বিরুদ্ধে কাজ করতে হবে। যেখানেই পূজার চাঁদা নিয়ে জুলুমবাজি হচ্ছে, সেখানেই ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ। কিন্তু বিরোধীরা বারে বারে চাঁদা নিয়ে জুলুমবাজির কথা বলছে। বিরোধীরা বোঝাতে চাইছে ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই। বিভিন্ন থানা গুলি ধারাবাহিক ভাবে পর্যবেক্ষণ করার জন্য সিনিয়র পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার পুলিস সদরে আইন- শৃঙ্খলা নিয়ে পর্যালোচনা সভায় একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী আরও বলেন যারা অপরাধ করে তাদের কোন জাত হয় না। তিনি অভিযোগ করেন আগে পুলিশকে রাজনৈতিক কারনে ব্যবহার করা হত। বর্তমানে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পূজার মুহূর্তে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে পর্যালোচনা সভা করলেন মুখ্যমন্ত্রী।সোমবার রাজ্য পুলিশের আধিকারিকদের সাথে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পুলিস সদর দপ্তরে।বৈঠকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ রাজ্য পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিকরা। পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান একটা সময় ছিল মানুষ থানায় যেতে ভয় পেত। মানুষ থানায় গিয়ে বিচার পাবে কিনা তা নিয়ে সন্দেহে ছিল। কিন্তু বর্তমানে প্রয়াস কর্মসূচীর মাধ্যমে মানুষকে সচেতন করা হয়। এদিনের সভায় এছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

 

 

 

Related posts

সংবিধান কার্যকরের ৭৫ বছর পূর্তিতে রাজ্যেও বছর ব্যাপী কর্মসূচী

পুলিসের মহানির্দেশকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ডেপুটেশন টিসিএর

রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান চালালো ট্রাফিক পুলিশ