আগরতলা : শয্যা সংখ্যা বাড়ানোর জন্য সরকারের তরফে চেষ্টা করা হচ্ছে। শয্যা সংখ্যা কম নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে একথা জানান স্টেট আয়ুর্বেদিক হাসপাতালের সিনিয়র মেডিক্যাল অফিসার রণজিৎ সাহা। রাজ্যের স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে মাত্র ৫০ টি শয্যা রয়েছে। রাজধানীর প্রাণ কেন্দ্রে থাকা এই হাসপাতালে রোগীর সংখ্যা বর্তমানে বাড়ছে। সেই অনুযায়ী নেই শয্যা।স্বাভাবিক ভাবে শয্যার অপ্রতুলতায় চিকিৎসা নিতে আসা রোগীদের থাকার জায়গা করে দিতে হচ্ছে মেঝেতেই। এমনকি বহির্বিভাগের মেঝেতে পর্যন্ত রোগীদের থাকার ব্যবস্থা করে দিতে হচ্ছে। হাসপাতালের পরিষেবা নিয়ে রোগী ও পরিজনদের তরফে তেমন কোন অভিযোগ না থাকলেো বর্তমানে বড় সমস্যা হচ্ছে শয্যার অভাব। পাশাপাশি কিছুটা রয়েছে অপরিচ্ছন্নতা। রোগীর পরিজনদের অভিযোগ নিয়ে স্টেট আয়ুর্বেদিক হাসপাতালের সিনিয়র মেডিক্যাল অফিসার রণজিৎ দাস সমস্যার কথা স্বীকার করেন নেন। তিনি জানান, সরকার চেষ্টা করছে বেডের সংখ্যা বাড়ানোর বিষয়টি। তিনি দাবি করেন, রোগীদের ভালো খাবার ও চিকিৎসা দেওয়া হচ্ছে। নতুন নতুন যন্ত্রপাতি আনা হচ্ছে বিভিন্ন পরীক্ষা- নিরিক্ষার জন্যে।