ডেঙ্গু নিয়ে আতঙ্ক দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি কংগ্রেস সভাপতির

আগরতলা : ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিনের পর দিন বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। প্রায় একপক্ষকাল ধরে সোনামুড়া মহকুমার ধনপুরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। পরে বিভিন্ন জায়গায় মিলছে ডেঙ্গু রোগী। এনিয়ে শুক্রবার প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, স্বাস্থ্য দপ্তর থেকে রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে প্রয়োজনের ভিত্তিতে জরুরি পদক্ষেপ নেওয়া, ডেঙ্গু সংক্রান্ত পরীক্ষা নিরিক্ষার ব্যবস্থা করা প্রয়োজন। তিনি বলেন স্বাস্থ্য কেন্দ্র গুলিতে চিকিৎসক- স্বাস্থ্য কর্মীর অভাব রয়েছে। চিকিৎসা সংক্রান্ত যেসব দুর্বলতা রয়েছে সেগুলি অবিলম্বে সারাই করার দরকার রয়েছে বলে মনে করেন আশিস বাবু। রাজ্যে যাতে ডেঙ্গু আতঙ্ক অবিলম্বে মানুষকে স্বস্তি দিতে পারে এর জন্য যা যা প্রয়োজন তা যাতে করা হয় সেই পরামর্শও দেন তিনি। তিনি বলেন, আগরতলা শহরে দিনের বেলাতেও মশার উপদ্রব। পুর নিগমের পদক্ষেপের কোন সুফল এখনও পাচ্ছে না পুর বাসিন্দারা। ডেঙ্গু রাজ্যে প্রতিরোধে পুর- নগর সংস্থা ও দপ্তর মিলে সমান ভাবে কাজ করা প্রয়োজন বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।

Related posts

Karyakartas must build strong bonds with people: CM

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে লালন উৎসব পালন করা হয়

Voluntary blood donation emerging as a social movement in Tripura: CM