রাজ্যজুড়ে এক অমঙ্গলের ছায়া পড়েছে—সুদীপ

আগরতলা : বিজেপি গন্ডাছড়া, রানীরবাজারে দুই সম্প্রদায় এবং জাতি জনজাতির মধ্যে দাঙ্গা লাগাতে ব্যর্থ হয়েছে। এখন কদমতলায় দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা তৈরি করার জন্য চেষ্টা করছে। কিন্তু এবারও তারা গণতন্ত্র প্রিয় মানুষের কাছে ব্যর্থ হবে। তাদের কোনভাবেই সফল হতে দেবে না শান্তি প্রিয় মানুষ। সোমবার দূর্গা পূজার চাঁদা নিয়ে অগ্নিগর্ভ কদমতলা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি আরো বলেন, রাজ্যজুড়ে এক অমঙ্গলের ছায়া পড়েছে। এই অমঙ্গল কাটিয়ে উঠতে সকলকে রাস্তায় নামতে হবে। দুর্গাপূজা নিয়ে কদমতলায় যা ঘটেছে তা অত্যন্ত নিন্দাজনক। কারণ দুর্গাপূজা সার্বজনীন। যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে সব অংশের মানুষ মায়ের আরাধনায় ব্রতী হয়। কিন্তু এই ধরনের দৃশ্য আগে কখনো দেখা যায়নি। বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে এগুলি ঘটছে রাজ্যে। কদমতলায় যে ঘটনাটি ঘটেছে তার পেছনে বড় ষড়যন্ত্র করেছে শাসক দল।

Related posts

সমাপ্ত হল এনসিসি ১৩ ত্রিপুরা বাহিনীর উদ্যোগে আয়োজিত ১০ দিন ব্যাপী কম্বাইন্ড প্রশিক্ষণ শিবির

অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এস.ডি.পি.ও আমতলির নিকট ডেপুটেশান প্রদান করল ভারতীয় মজদুর মনিটরিং সেল

North Tripura to benefit from new agricultural schemes: CM