আগরতলা : অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ অব্যাহত রাজ্যে।ফের আটক ৬ বাংলাদেশী নাগরিক।জিরানিয়া রেলস্টেশন থেকে আটক ৬ বাংলাদেশী নাগরিক। ধৃতদের মধ্যে তিন জন পুরুষ এবং বাকি তিন জন তৃতীয় লিঙ্গের নাগরিক। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জিরানিয়া রেল স্টেশন থেকে আগরতলা জিআরপি থানার পুলিশ, রেল পুলিশ ও বিএসএফ যৌথ ভাবে অভিযান চালিয়ে ৬ বাংলাদেশী নাগরিককে আটক করে।অভিযোগ ধৃতরা অবৈধভাবে রাজ্যে আসে। তারা বহিঃরাজ্যে যাওয়ার জন্য জিরানিয়া রেল স্টেশনে আসে। ধৃতরা প্রথমে জানায় তাদের বাড়ি বিশালগড়। পরবর্তী সময় দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর ধৃতরা স্বীকার করে তাদের বাড়ি বাংলাদেশে। তারা মুম্বাই যাওয়ার জন্য অবৈধভাবে রাজ্যে এসেছে। আগরতলা জিআরপি থানায় ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ধৃতদের আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ। এভাবে ক্রমাগত বাংলাদেশী নাগরিক এর অনুপ্রবেশের ঘটনায় সীমান্তে বি এস এফের টহলদারি নিয়ে উঠছে প্রশ্ন।
আটক ৬ বাংলাদেশী নাগরিক আটক জি আর পির হাতে
200
previous post