উমাকান্ত মাঠে বার পূজা লালবাহাদুর ব্য্যামাগারের

আগরতলা : রাজ্য ও বহিঃরাজ্যের ফুটবলারদের সমন্বয়ে এবার শক্ত টিম গঠন করেছে লাল বাহাদুর ব্যায়ামাগার। টিমে থাকবে আট থেকে ৯ জন ফুটবলাররা বাইরের। দলে সিকিম, মনিপুর, পশ্চিমবঙ্গ ও কেরলের প্লেয়ার রয়েছে। লালবাহাদুর ব্যায়ামাগারের কোচ হিসেবে রয়েছেন সুজিত ঘোষ। রাখাল শিল্ড ও চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবল টুর্নামেন্টকে সামনে বুধবার উমাকান্ত মাঠে বার পূজা করা হয় লালবাহাদুর ব্যায়ামাগারের তরফে। উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তারা। লাল বাহাদুর ক্লাবের ফুটবল দলের ম্যানেজার জানান এ বছর ১৮ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে ফুটবল টিম। ইতি মধ্যে আসরকে সামনে রেখে বিভিন্ন ক্লাব গুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে।

Related posts

বৃহস্পতিবার থেকে শুরু হল রাজ্য ভিওিক স্কুল হকি ও টেবিল টেনিস প্রতিযোগিতা

আগরতলায় কর্পোরেট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট, ২৩-২৪ আগস্ট আমতলীতে মাঠে

প্রথম ডিভিশন ফুটবলে লাল বাহাদুর ব্যয়ামাগারকে হারিয়ে এগিয়ে চলো সংঘের জয়