209
আগরতলা : রাজ্য ও বহিঃরাজ্যের ফুটবলারদের সমন্বয়ে এবার শক্ত টিম গঠন করেছে লাল বাহাদুর ব্যায়ামাগার। টিমে থাকবে আট থেকে ৯ জন ফুটবলাররা বাইরের। দলে সিকিম, মনিপুর, পশ্চিমবঙ্গ ও কেরলের প্লেয়ার রয়েছে। লালবাহাদুর ব্যায়ামাগারের কোচ হিসেবে রয়েছেন সুজিত ঘোষ। রাখাল শিল্ড ও চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবল টুর্নামেন্টকে সামনে বুধবার উমাকান্ত মাঠে বার পূজা করা হয় লালবাহাদুর ব্যায়ামাগারের তরফে। উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তারা। লাল বাহাদুর ক্লাবের ফুটবল দলের ম্যানেজার জানান এ বছর ১৮ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে ফুটবল টিম। ইতি মধ্যে আসরকে সামনে রেখে বিভিন্ন ক্লাব গুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে।