আগরতলা : সর্বভারতীয় কংগ্রেসের উদ্যোগে দেশব্যাপী বিশ্ব আদিবাসী দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার আদিবাসী গৌরব পর্বের সূচনা করে ত্রিপুরায়ও এই দিবসে আদিবাসী মহাসভা।প্রতিবছর ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হয়।তিনদিন ব্যাপী চলবে প্রদেশ কংগ্রেসের বিভিন্ন কর্মসূচী আদিবাসী দিবসকে সামনে রেখে। এরই অঙ্গ হিসেবে এই কর্মসূচী রাজ্যেও প্রদেশ কংগ্রেসের তরফে। এদিন প্রদেশ কংগ্রেসের তরফে রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে হয় মহাসভা। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, দলের সর্বভারতীয় নেত্রী জারিতা লাইটফ্লাং,বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ জনজাতি নেতৃত্ব। এই আদিবাসী মহাসভায় সকল আদিবাসী জন গোষ্ঠীর প্রতিনিধিদের সম্মাননা দেওয়া হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান, বর্তমানে দেশে আদিবাসীদের ঐতিহ্য- পরম্পরা বজায় রাখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। আদিবাসী জাতি গোষ্ঠীর মানুষের পাশে থেকে তাদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নান কর্মসূচীর মাধ্যমে জনজাতি দিবস জনজাতি দিবস পালন করছে।
রাজ্যও বিশ্ব আদিবাসী দিবসে উদযাপন কংগ্রেসের উদ্যোগ
197
previous post