আগরতলা : পুর নিগমের মেয়র দীপক মজুমদারের হাত ধরে উপস্বাস্থ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন হল বুধবার।পুর নিগমের ১২ নং ওয়ার্ডের পশ্চিম ভুবনবন ইউপিএসসি-র অধীন উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এদিন ভূমি পূজা ও ফলক উন্মোচন করে ভিত্তি প্রস্তর স্থাপন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর হীরালাল দেবনাথ, কর্পোরেটর শম্পা সেন সরকার, কর্পোরেটর সান্তনা সাহা, সমাজসেবী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা।পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন রাজ্য সরকার রাজ্যে চিকিৎসা পরিষেবা উন্নত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পাশাপাশি আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ডের মানুষ যেন চিকিৎসা পরিষেবা পায় তার জন্য যে সকল ওয়ার্ডে জায়গা পাওয়া যাচ্ছে সেই সকল ওয়ার্ডে উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। তারই অঙ্গ হিসাবে এদিন ১২ নং ওয়ার্ডে উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।এতে খুশি এলাকার লোকজন।হাতের কাছে পেয়ে যাবেন চিকিৎসা পরিষেবা।
পুর নিগমের মেয়র দীপক মজুমদারের হাত ধরে উপস্বাস্থ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
42