আগরতলা : উন্নয়নের সরকারকে শক্তিশালী করতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসন মোদীকে উপহার দেওয়ার আহ্বান। বৃহস্পতিবার আগরতলা শহরে মোটর বাইক রেলি থেকে এই আহ্বান জানান ত্রিপুরা ন্যায্যমূল্য দোকান পরিচালক সমিতির নেতৃত্ব তথা আগরতলা পুর নিগমের কর্পোরেটর প্রদীপ চন্দ।করোনা পরিস্থিতি থেকে আগামী পাঁচ বছর পর্যন্ত দেশের ৮০ কোটি মানুষের জন্য মাথাপিছু পাঁচ কেজি চাল রেশনশপের মাধ্যমে বিনামূল্যে প্রদান, রাজ্যে ফেব্রুয়ারি ও মার্চ এই দুই মাস প্রতি পরিবারের জন্য রেশন কার্ড প্রতি ১৩ টাকা করে পাঁচ কেজি অতিরিক্ত চাল প্রদান ও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে রাজ্যের প্রতিটি পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য বীমা চালু করার জন্য প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বৃহস্পতিবার রেলি করা হয় সারা রাজ্যে ত্রিপুরা ন্যায্যমূল্যের দোকান পরিচালক সমিতি। এদিন আগরতলা শহরেও মোটর বাইক রেলি। সংগঠনের সদর এএমসি ও ডুকলি ব্লক কমিটির উদ্যোগে বাইক রেলি আয়োজন করা হয়। রেলির সূচনা করেন পুর নিগমের কর্পোরেটর তথা সংগঠনের নেতৃত্ব প্রদীপ চন্দ সহ অন্যরা।
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাইক রেলি
120