আগাম কর্মসূচির ঘোষণা দিয়েও পিছু হাঁটল তিপ্রা মথা দলের যুব সংগঠন ওয়াইটিএফ

আগরতলা : তিপ্রা মথা দলের প্রধান রাজ্যে না থাকায় পূর্ব নির্ধারিত কর্মসূচী স্থগিত রাখল দলের যুব সংগঠন। আগাম কর্মসূচির ঘোষণা দিয়েও পিছু হাঁটল তিপ্রা মথা দলের যুব সংগঠন ওয়াইটিএফ। মঙ্গলবার রাজঅন্দরে সাংবাদিক সম্মেলন করে ওয়াইটিএফ-র নেতৃত্ব জানান ৫ ডিসেম্বর সার্কিট হাউস থেকে সুবিশাল রেলি করে মহাকরণে ডেপুটেশন প্রদান করার ঘোষণা দিয়েছিল ওয়াইটিএফ। কিন্তু প্রদ্যোৎ কিশোর দেববর্মণ রাজ্যে না থাকায় সেই কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তী সময় এই কর্মসূচির দিন তারিখ ঘোষণা দেওয়া হবে। সংগঠনের নেতৃত্ব আরও জানান তিপ্রা মথার মহিলা সংগঠন বুধবার রাজধানীর সার্কিট হাউসে গনঅবস্থানে বসবে। পুরনো রাজভবনকে পাঁচ তারা হোটেল করার জন্য সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচী।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে