আগরতলা : দুই বছর ধরে নেওয়া হচ্ছে না শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা। ফলে হতাশ বিএড, ডিএলএড উত্তীর্ণ বেকাররা। বহুবার তারা দাবি জানিয়ে এলেও পরীক্ষা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। তাই বিজ্ঞপ্তি জারি করে টেট পরীক্ষা গ্রহণের দাবিতে সরব হল অল ত্রিপুরা বিএড, ডিএলএড আনএমপ্লয়িড ইয়ুথ ফোরাম। সোমবার ফোরামের সদস্য সদস্যারা প্ল্যাকার্ড নিয়ে শিক্ষা ভবনের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পাশাপাশি ফোরামের পক্ষ থেকে এদিন টিআরবিটি-র চেয়ারম্যানের কাছে ডেপুটেশান দেওয়া হয়। বিএড, ডিএলএড উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা জানান তারা সরকারি চাকরির প্রত্যাশায় বসে রয়েছেন। কিন্তু টেট পরীক্ষা নেওয়ার জন্য কোন বিজ্ঞপ্তি জারি করছে না। তাই সরকারের কাছে তাদের দাবি অবিলম্বে বিজ্ঞপ্তি জারি করে টেট পরীক্ষা নেওয়ার। এদিন বেকাররা শিক্ষা মন্ত্রীর কাছে আবেদন রাখেন বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষা দ্রুত নেওয়ার।
দুই বছর ধরে নেওয়া হচ্ছে না শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা
84