130
আগরতলা : অবৈধ ভাবে বাংলাদেশী নাগরিকরা দাল্লা চক্রের মাধ্যমে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ত্রিপুরায় প্রবেশ করছে। ফের অবৈধ ভাবে প্রবেশ করে কলকাতা যাওয়ার সময় আটক তিনজন বাংলাদেশী মহিলা। রবিবার আগরতলা রেল স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তিনজন ভারতীয় নাগরিক সহ ৬ জন কলকাতা যাওয়ার কথা ছিল। সেই মতো তারা আগরতলা রেল স্টেশনে আসেন। এদিন সকালে আগরতলা রেল পুলিস তাদের স্টেশন থেকে গ্রেপ্তার করে। তিনজন ভারতীয় নাগরিকের মধ্যে দুইজন মহিলা। তাদের বাড়ি সোনামুড়া মহকুমায়। ধৃতদের এদিনই আদালতে সোপর্দ করা হয়।