আগরতলা : নতুন চেয়ারম্যান সহ ৪ জন বোর্ড মেম্বার দায়িত্ব নিলেন ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের। বৃহস্পতিবার নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন নাগাধিরাজ দত্ত। একই সাথে এদিন ত্রিপুরার স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের নতুন চার জন বোর্ড মেম্বার দায়িত্ব গ্রহণ করেন। ত্রিপুরার স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের নয়া চেয়ারম্যান নাগাধিরাজ দত্ত সহ নতুন বোর্ড মেম্বারদের এদিন স্বাগত জানান ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকরা। নাগাধিরাজ দত্ত জানান তিনি ত্রিপুরার স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের শ্রী বৃদ্ধির জন্য অপ্রান চেষ্টা করবেন। একই সাথে ব্যাঙ্কের এনপিএ কমানোর উপর জোর দেবেন। ব্যাঙ্কের কর্মীদের যে সকল সমস্যা রয়েছে সেই সমস্যা গুলি সমাধান করার চেষ্টা করবেন। তিনি আরও জানান কোন কিছু সহজ নয়। তবে অসম্ভব বলে কোন কিছু নেই। কাজ করতে গেলে ভুল হতে পারে। কিন্তু ইচ্ছাকৃত ভাবে ভুল করা কোন ভাবে মেনে নেওয়া হবে না। এখন দেখার নতুন চেয়ারম্যানের হাত ধরে সমবায় ব্যাঙ্ক কিভাবে এগিয়ে যায়।
ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের নতুন চেয়ারম্যান হলেন নাগাধিরাজ দত্ত
72
previous post