বড়দিনকে সামনে রেখে সেজে উঠছে মরিয়মনগর চার্চ

আগরতলা : বড়দিনকে সামনে রেখে সেজে উঠছে মরিয়মনগর চার্চ। প্রস্তুতি পড়ায় চূড়ান্ত পর্যায়ে। ২৫ ডিসেম্বর বড় দিন। আর এই বড়দিনকে কেন্দ্র করে সেজে উঠছে মরিয়মনগর চার্চ। খ্রিষ্টান ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষেরাও মরিয়মনগর মুখী হবেন ২৪ ডিসেম্বর থেকে। নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে চার্চ। চার্চকে আলোকিত করে তোলার লক্ষ্যে লাগানো হচ্ছে লাইট। সেজে উঠছে আলোকমালায়। হাতে সময় বেশি নেই। মাঝে আর একদিন। তাই যুদ্ধকালিন তৎপরতায় প্রস্তুতির কাজ চলছে। দিন রাত এক করে শ্রমিকরা কাজ করে যাচ্ছেন। এক শ্রমিক জানান মাদার মেরি হিসাবে পরিচিত কুমারি মারিয়ার কাছ থেকে অনেকে আশীর্বাদ পেয়েছেন। তাই কুমারি মারিয়ার স্ট্যাচু লাগানোর সময় প্রদিপ প্রজ্জলন করা হয়। অনেকেই সেখানে মোমবাতি জালিয়ে প্রার্থনা করেন। সকল ধর্মের লোক বড় দিনের উৎসবে সামিল হয় বলে জানান তিনি। প্রতিবছরের মতো এবারো ব্যাপক লোক সমাগম হবে বলে আশা আয়োজকদের। সেখানে বসে মেলাও।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের