আগরতলা : বকেয়া ডি আর সহ বিভিন্ন দাবিতে সরব গভর্ণমেন্ট পেনশনাস অ্যাসোসিয়েশন ত্রিপুরা। মঙ্গলবার সংগঠনের ৪৫ তম বার্ষিক সাধারণ সভা হয়। রাজধানীর স্টুডেন্ট হেলথ হোমে এই সভা হয়। বার্ষিক সাধারণ সভায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা যোগ দেন। সংগঠনের ২২ টি দাবি নিয়ে এদিনের সভায় আলোচনা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক, সভাপতি, প্রচার সম্পাদক সহ সংগঠনের সদস্য সদস্যারা। সংগঠনের প্রচার সম্পাদক প্রবীর সরকার জানান সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর সংগঠনের বার্ষিক সাধারন সভা হয়। এইদিনের সভা থেকে কিছু কর্মসূচি গ্রহণ করা হবে। একই সাথে সংগঠনের দাবি গুলি নিয়ে এইদিনের সভায় বিস্তারিত আলোচনা হবে বলে জানান তিনি। দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। সভায় প্রায় দুই শতাধিক প্রতিনিধি যোগ দেন।
২২ দফা দাবি নিয়ে সরব গভর্ণমেন্ট পেনশনাস অ্যাসোসিয়েশন ত্রিপুরা
26
previous post