14
আগরতলা : রাজ্যের রাবার চাষি ও বিনিয়োগকারীদের মধ্যে উৎসাহ দেওয়াই লক্ষ্য। এই লক্ষে রাবার কম্পোনেন্ট এক্সপো হয় শুক্রবার। এদিন রাজধানীর হাপানিয়াস্থিত মেলা প্রাঙ্গনে হয় এই প্রদর্শনী ও মেলা। উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বনিক। তিনি জানান এই ধরনের প্রদর্শনীর মূল উদ্দেশ্য হলো রাজ্যে রাবার চাষী ও বিনিয়োগকারীদের মধ্যে উৎসাহ বৃদ্ধি করা। যাতে করে তারা বিভিন্ন প্রোডাক্ট উৎপন্ন করতে উৎসাহী হয়।এতে রাজ্যে যেমন আর্থিক বিকাশ হবে, তেমনি, কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন শেষ ৫ বছরে ত্রিপুরা রাজ্যে অনেক গুলি ফ্যাক্টরি হয়েছে। স্বাভাবিক ভাবেই এতে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।